parbattanews

রাজস্থলীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড


রাজস্থলী প্রতিনিধি:

রাজস্থলীতে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন রাজস্থলী উপজেলার নির্বাহী অফিসার মুশফিকুর রহমান।

শুক্রুবার (৫ অক্টোবর) বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর পোড়াভিটা গ্রামে মেয়েটির ধর্মীয় রীতি (আকদ) অনুসারে বিয়ে হওয়ার কথা ছিল। এ সময় মেয়ের বাড়িতে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়। গোপন সংবাদ পাওয়ার সাথে সাথে বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

ইউএনও বলেন, বাল্য বিয়ের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে মুঠোফোনে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরে মেয়ে পক্ষ বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মুচলেখা দেন। বাঙ্গালহালিয়া ইউপি ৩নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে মেয়ের বাড়ীতে গিয়ে মেয়ের অভিভাবককে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দিই। এসময় মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

Exit mobile version