রাজস্থলীতে ইউপি নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

fec-image

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রাজস্থলী উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস রাজস্থলী এর আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 প্রশিক্ষণ কর্মশালায় ২২জন প্রিজাইডিং অফিসার, ৫৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১১৮ জন পোলিং অফিসার এবং রিজার্ভ হিসেবে ২ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ জন পোলিং অফিসার সহ সর্বমোট ২১৪ জন উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সহকারী পুলিশ সুপার ( রাজস্থলী চন্ত্রঘোনা সার্কেল) আবু সালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়াসহ, রাঙামাটি সদর, নানিয়াচর, কাপ্তাই,বিলাইছড়ি নির্বাচন অফিসারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন