রাজস্থলীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

fec-image

রাঙামাটি রাজস্থলী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী থানার ওসি জাকির হোসেনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এইে স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা।বিশেষ অতিথি ছিলেন গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, হেডম্যান উথিনসিন মারমা, চথোয়াইনু মারমা।

এস.আই রানা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আজগর আলী খাঁন, জয়নুল তালুকদার মেম্বার, উদয় তনচংগ্যা প্রমুখ। সভার শুরুতে বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ ধারণার সময়োপযোগী এক চিত্র হল কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

সমাজের ছোটখাটো অপরাধ সামাজিকভাবে প্রতিরোধ করা এবং সংঘটিত বিভিন্ন অপরাধ ও সমস্যা পক্ষদ্বয়ের মধ্যে আপোস মিমাংসায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

সমাজের যে কোন অপরাধমূলক সমস্যা সমাধান, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের একই প্লাটফর্মের যৌথ অংশীদারিত্বের দর্শনই হচ্ছে কমিউনিটি পুলিশিং। গতানুগতিক পুলিশিং ব্যবস্থায় গণঅংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে অপরাধ দমনের টেকসই ব্যবস্থা প্রবর্তনই কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কমিউনিটি পুলিশিং ডে, পুলিশ, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন