parbattanews

রাজস্থলীতে করোনা সন্দেহে মৃত যুবকের রিপোর্ট নেগেটিভ

রাজস্থলী বাঙ্গালহালীয়ার থুইচাচিং মারমা চট্রগ্রাম একটি পোশাক কারখানায় চাকরী করতো। করোনা পরিস্থিতির কারণে সে ১২ দিন আগে বাঙ্গালহালিয়া নিজবাড়ীতে চলে আসে।

অন্যদিনের মতো বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে বাঙ্গালহালিয়া স্কুল মাঠে খেলাধুলা করে এবং বাজার এলাকায় ঘোরাফেরা করে। ওই দিন সে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠায় তার পরিবারের সদস্যরা ডাকা ডাকি করলে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

সকালে এলাকাবাসী থুইচাচিং মারমা করোনায় মারা গেছে বলে গুজব ছড়ায়। পরে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঘটনা স্থলে এসে তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রাম ফৌজদার হাটে পাঠানো হয়। ফলে তার রিপোর্ট নেগেটিভ আসে বলে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাস খীসা ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা নিশ্চিত করেন। তারা বলেন, করোনা সন্দেহে মারা যাওয়া থুইচাচিং মারমার শরীরে করোনা ভাইরাস মিলেনি।

Exit mobile version