parbattanews

রাজস্থলীতে কৃষকদের মাঝে বিনামূল্যে আনারস চারা বিতরণ

রাঙামাটির রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে খরিফ / ২০২৩-২৪ মৌসুমে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারস এর চারা বিতরণ করা হয়েছে।

এসময় জনপ্রতি একজন কৃষককে ২ হাজার ২ শত ৫০টি করে মোট ১১ হাজার ২ শত ৫০টি আনারস চারা বিতরণ করা হয়।

সোমবার (১০ জুলাই) বেলা ১২ টায় রাজস্থলী উপজেলা পরিষদ কৃষি অফিসে এই চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনারস চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, রাজস্থলী উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ওসি তদন্ত দেওয়ান সামস উদ্দিন, আনসার ভিডিপি অফিসার আবদু সাত্তার, জাইকার প্রতিনিধি, উৎপল তনচংগ্যা প্রমুখ।

Exit mobile version