রাজস্থলীতে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

fec-image

রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মৌসুম ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ভারপ্রাপ্ত কৃষি অফিসার আরিফুল ইসলামসহ উপকৃষি কর্মকর্তাগণ।

এসময় প্রধান অতিথি বলেন, আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো এখন আর সেই দিন নেই। সার ঘুরছে এখন কৃষকদের পিছে। প্রতি বছরের মতো চলতি বছরেও আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকার কৃষি উপকরণ বিতরণ করেছেন এতে আমাদের মতো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার গুলো অনেক উপকৃত হয়েছে। তাছাড়া ধান উৎপাদনে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করেছেন। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ, ডিএসপি সার বিতরণ করা হয়।।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন