parbattanews

রাজস্থলীতে খাদ্য বিভাগের কার্যক্রম এবং ওএমএস কর্মসূচি পরিদর্শনে অতিরিক্ত সচিব

রাঙামাটির রাজস্থলীতে খাদ্য বিভাগের কার্যক্রম এবং ওএমএস কর্মসূচি পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মজিবর রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি দল।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজস্থলী বাজারে সজল স্টোরে ভিজিডি চাল বিতরণ এবং ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের হ্নারামুখ পাড়া মং স্টোরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ন্যায্য মূল্যে খোলা বাজারে চাউল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় খাদ্য মন্ত্রাণালয়ের যুগ্মসচিব সাবেক রাঙামাটি জেলার দক্ষ জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও মো. মুহসীন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউপি চেযারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানসহ খাদ্য মন্ত্রাণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাউল বিক্রির সময় সচিব বলেন, যারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানায়। এসময় চাল বিতরণ কার্যক্রমে সচিব সন্তোষ প্রকাশ করেন।

Exit mobile version