parbattanews

রাজস্থলীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পা‌লন

‘নির্ভুল জন্ম, মৃত্যুনিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

দিবস‌টি উপল‌ক্ষে বৃহস্প‌তিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপ‌জেলা প‌রিষদ নির্বাহী অফিসারের সভাক‌ক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপ‌তি‌ত্বে উপজেলা প্রশাসন আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় বক্তব্য রা‌খেন উপ‌জেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিংমারমা, শিমুল মেম্বার প্রমুখ।

এসময় ৩টি ইউনিয়নের স‌চিব, উদ্যোক্তা, বি‌ভিন্ন সরকারি দপ্ত‌রের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্প‌র্কিত বি‌ভিন্ন সমস্যা চি‌হ্নিত করণ ও সহজ সমাধানের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। সেই সা‌থে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন বাস্তবায়‌নের জন্য বি‌ভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Exit mobile version