parbattanews

রাজস্থলীতে প্রধানমন্ত্রীর দেয়া নির্মাণাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজস্থলী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-৩ এর আওতায় চতুর্থ ধাপে তিনটি ইউনিয়নে নির্মাণাধীন ১৫টি নতুনঘর তৈরির কাজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, দুই শতাংশ ভূমির উপর প্রতিটি ঘর তৈরিতে নির্ধারিত প্রাক্কলন ব্যয়, নির্মাণ উপকরণের গুণগত মান, উপকারভোগী নির্বাচন যাচাই সাপেক্ষে ঘর তৈরির প্রতিটি ধাপ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাতে করে ভূমিহীন, আশ্রয়হীন উপকারভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি টেকসই নতুন ঘর উপহার পেয়ে পরিবার নিয়ে বসবাস করতে পারেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ঘর তৈরিতে ২ লাখ ৮৪ হাজার ৫শত টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলালসহ ইউনিয়নগুলোর স্ব-স্ব ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Exit mobile version