parbattanews

রাজস্থলীতে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শন

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় একটি আন্তর্জাতিক মানের শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন হতে যাচ্ছে। ২নং গাইন্দ্যা ইউনিয়নের বড়ইতলি এলাকায় পরিত্যক্ত জমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কেএম আলী রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

পরে তিনি রাজস্থলী উপজেলা পরিষদ পরিদর্শন করেন।রাজস্থলীর যুব সমাজের ক্রীড়াঙ্গনে সাফল্যের অগ্রগতি একটি বিশাল ভূমিকা রাখবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এইটা রাজস্থলী বাসীর জন্য একটি সু খবর। ফলে ঝিমিয়ে পড়া ক্রীড়ামোদীরা এবার চাঙ্গা হবে বলে আশাবাদী এলাকাবাসী।

Exit mobile version