parbattanews

রাজস্থলীতে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত

প্রতি বছরের ন্যায় এ বছরের শুরুতেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নতুন বছরে নতুন বই তুলে দিতে রাঙামাটির রাজস্থলীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও চলছে নানা আয়োজন।

রবিবার (১ জানুয়ারি) প্রথম দিনে উপজেলার বিভিন্ন স্কুলে বই বিতরণ উৎসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা।

বই বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান বলেন, ভাল মানুষ ও সুনাগরিক হতে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের অনেক গুরুদায়িত্ব শিক্ষার্থীদের সুনাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়তে। প্রতিটি সফল শিক্ষার্থীর পিছনে কোন না কোন শিক্ষকের অবদান থাকে। পাঠ্যবইয়ে গল্পগুলো শুধু পড়ে মুখস্থ করার জন্য নয় এগুলো শিক্ষণীয় ও আমাদের অনুপ্রাণিত করে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কাজ করতে হবে।

পরিষদের সকল বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।

বই বিতরণকালে প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, বাজার মডেল প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

Exit mobile version