parbattanews

রাজস্থলীতে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাজস্থলী প্রতিনিধি:

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার “আমরা হব তার আদর্শের উত্তরাধিকার” এই শ্লেগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ ও আনন্দ শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলা পরিষদ হয়ে রাজস্থলী বাজারের উত্তর-দক্ষিণ দিক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলার গণমিলনায়তনে এসে শেষ হয়। পরে জনস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা, রাজস্থলী আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার সৈয়দ মোঃ আমীর আলী, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ অহিদুল্লাহ সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, জেলা আওয়ামী লীগের সদস্য নিউচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানীব্রত চৌধুরী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নিখিলেস চাকমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনউল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা প্রমুখ।

পরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শিশু কিশোর দিবস উপজেলা সদর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি থানা আওয়ামী লীগ মোঃ ইদ্রিস মিঞা। সভাপত্বি করেন এমএ মামুন ফিল্ড সুপার ভাইজার, ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাও নুরুল হক, মডেল কেয়ার টেকার মাওলানা করিমুল হক, সাধারণ কেয়ার টেকার মাওলানা ওসমান গনি, ঈমাম আমছড়া পাড়া জামে মসজিদ প্রমুখ। আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের হামদ-নাৎ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version