parbattanews

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা

রাজস্থলী প্রতিনিধি:

“অভিবাসনের ভবিষ্যত বদলে দাও খাদ্য নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নের বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্যে সারা বিশ্বের মত পার্বত্য জনপদ রাজস্থলীতেও পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন অভিযান।

সোমবার (১৬ অক্টোবর) রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, ডা. রুইহ্লাঅং মারমা,  ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা,  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পুচিংমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী,  সাংবাদিক,  রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান।

সভায় বক্তরা বলেন, সম্প্রতি সময়ে রোহিঙ্গা সংকটের মত বিশ্বব্যাপী অভিবাসন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। যার প্রেক্ষাপটে খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। সংকট মেকাবেলায় বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুত ফলনশীল ব্যবহার করে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হচ্ছে বলে বক্তারা জানান। এর পূর্বে প্রধান অতিথি ইদুর নিধন অভিযান উদ্ভোধন করেন।

Exit mobile version