parbattanews

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবসে ফলজ ও ঔষধি চারা বিতরণ

“প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও সংস্থা কারিতাস ও শান্তির আলোর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ জুন) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে ও তথ্য আপা কর্মকর্তা লুই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় অন্যানের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি অফিসার আবুল খায়ের, মেডিকেল অফিসার ডা. আজমিরি সুলতানা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, কারিতাস মাঠ কর্মকর্তা সাধন কৃঞ্চ চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।

Exit mobile version