parbattanews

রাজস্থলীতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের রাতের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, রাজস্থলী উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠন।

এসময় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সিনিয়র পুলিশ সুপার আবু ছালেহ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণের মধ্যদিয়ে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় নির্বাহী অফিসারে কার্যালয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ রুইহলাঅং মারমা, ওসি, জাকির হোসেন, পার্বত্য নিউজের রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান প্রমুখ।

Exit mobile version