parbattanews

রাজস্থলীতে মারমা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কনকনে শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য অসহায় হত দরিদ্র পাহাড়ি বাঙালি প্রায় ৬২ অসহায় শীতার্ত পরিবারের মাঝে মারমা ওয়েলফেয়ার এর উদ্যাগে কম্বল বিতরণ করা হয়েছে।

 শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্রংসাগই পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান অংনুচিং মারমা।

সভায় প্রধান অতিথি বলেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্র কমিটির আহবায়ক ভদন্ত গুনবংশ থের এর নির্দেশনায় অসহায় হত দরিদ্র পাহাড়ি বাঙালির মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে সমাজে ও রাষ্ট্রে অসাধারণ ভুমিকা রেখেছেন। ভবিষৎ সকলে মঙ্গলের জন্য এ সংগঠনটি আরও কাজ চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস।

তিনি রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে সার্বক্ষনিক সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কম্বল পেয়ে আছিয়া বেগম বলেন, আমাদের সকলকে মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে শীতবস্ত্র দিয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি তাদের প্রানভরে দোয়া করি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক অংশেপ্রু মারমা, সদস্য সচিব উষাচিং মারমা, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খান প্রমুখ।

Exit mobile version