parbattanews

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় চালক ও যাত্রী গুরুত্বর আহত

রাঙামাটির রাজস্থলী বাঙালহালিয়া সড়কের বড়ইতলী এলাকায় বুধবার (৭ জুলাই) রাত ৯টায় ব্যাটারি চালিত অটোরিক্সাকে পিছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল বাঙ্গালহালিয়ামুখী অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনা স্থলে চালক জয়দেবনাথ (২২) ও যাত্রী পুলুমং মারমা (২১) গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উভয়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমা জানান।

স্থানীয়রা জানান, মোটরবাইক চালক তীব্রগতিতে বড়ইতলির দিকে যাচ্ছিল। অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে এ সময় ২ জন প্রচন্ড আঘাত প্রাপ্ত হন। ঘটনার পর পর মোটরবাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

Exit mobile version