parbattanews

রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ।

এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মফজল আহমত খান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ রুইহলাঅং মারমা, মৎস্য কর্মকর্তাছাবেদুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমা সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনী দেশ স্বাধীন হবার দুই দিন আগে এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এই দেশকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত সোনার বাংলা হিসাবে বিশ্বে পরিচিত লাভ করছে।

Exit mobile version