parbattanews

রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

রাঙামাটি রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. তারেক মাহমুদ, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, মহিলা বিষযক কর্মকর্তা সৃতি চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা, আবদু সাত্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেই দিন বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণকে হত্যা করা হয়।

Exit mobile version