parbattanews

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে আড়াই লাখ টাকার সেগুন কাঠ জব্দ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ছাই্যখ্যং ব্রীজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার সেগুন কাঠ জব্দ করেছে।

কাপ্তাই জোন অটল ৫৬ বেঙ্গলের অধিনে রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ড অফিসার মো. মাসুদুল আলমের নেতৃত্বে ২৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৮টায় ২২৬ ফুট অবৈধ এই   সেগুন গোল কাঠ আটক  করতে সক্ষম হয়।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানাযায়, রাজস্থলী উপজেলার নাড়াছড়া বাঙ্গালহালিয়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠ গুলো পরিবহন কালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সেগুনের ,গোল কাঠ আটক করেছে সেনাবাহিনী।

এ দিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারিরা পালিয়ে যায়। আটক কৃত কাঠের আনুমানিক মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা টাকা হবে বলে জানাগেছে।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাজস্থলী সদর রেঞ্জ অফিসার মুসতাফিজুর রহমান বলেন, আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধ অব্যাহত থাকবে। আটককৃত কাঠ গুলো রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর ও বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

Exit mobile version