parbattanews

রাজস্থলীতে সেনাবাহিনীর কাপ্তাই জোন কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙামাটির রাজস্থলী বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাধারণ গরীব ও অসহায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে অটল (৫৬ বেঙ্গল) কাপ্তাই জোন।

সোমবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় এই ক্যাম্পেইনের মাধ্যমে এলাকায় বসবাসকারী ২শ ২০ জন দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

কাপ্তাই জোনের উপ অধিনায়ক উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবজোন কমান্ডার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প। উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন অটল (৫৬) এর রেজিমেন্টাল মেডিকেল অফিসার।

কাপ্তাই জোনের উপ অধিনায়ক বলেন, ‌পার্বত্য চট্রগ্রামে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে, শান্তি ও দুর্যোগকালীন সময় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা পাশে থেকে যে কোন সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইন।

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

Exit mobile version