রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন বিষয়ক সভা

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল গাজী মিজানুল হকের নির্দেশনায় রাজস্থলী সাব জোনের পক্ষ থেকে ২ হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে ম্যারাথন দৌড় বিষয়ক অবহিতকরণ সভা সোমবার (৮ জানুয়ারি) রাজস্থলী আর্মি ক্যাম্প প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কাপ্তাই জোনের জোন উপ-অধিনায়ক, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর ইয়াসির আদনান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা, স্বাস্থ্য বিভাগ, বাজার, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের সকলকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানান ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, লেফটেনেন্ট সিকদার সৈকত ইসলাম, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, শাহাদাৎ হোসেন, ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, ডা. রুইহলাঅং মারমা, সাংবাদিক আজগর আলী খানসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কার্বারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার সুশীল সমাজের নেতৃেবৃন্দ উপস্থিত ছিলেন।

৩০৫ পদাধিক ব্রিগেডের অনুমতিতে এ ম্যারাথন রান সফল করার জন্য সকলকে আহ্বান জানান কাপ্তাই জোনের জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির আদনান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্মি ক্যাম্প, জাতির জনক, ম্যারাথন রান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন