parbattanews

রাজস্থলীতে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের উৎসব অনুষ্ঠিত

রাজস্থলীতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণে উপজেলা প্রশাসনের আয়োজনে  বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে  র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এতে সভাপতিত্ব করেন। রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। নির্বাহী অফিসের সি এ রতন কান্তি সেনের উপস্থাপনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীগন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। বিশ্বের দরবারে আজ বাংলাদেশ একটি উজ্জ্বল দেশ। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

এর আগে একটি শোভা যাত্রা উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

Exit mobile version