parbattanews

রাজস্থলীতে ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বিশ্ব মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে রাজস্থলী উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ।

বলি পাড়া, মুবাছড়ি, আমতলি পাড়া, মাজার পাড়া, মহববত পাড়া, হাজি পাড়া, ইসলামপুর বালু মুড়া, বাঙ্গালহালীয়া ও রাজস্থলী বাজার এলাকায় প্রায় ১৮ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন রাজস্থলী থানার পুলিশ।

উল্লেখ্য যে, কেউ কেউ চট্টগ্রাম শহর আবার কেউ সাতকানিয়া ও রাঙ্গুনিয়া থেকে আসার কারনে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে পুলিশ জানান।

প্রত্যেকদিন তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো খোজঁ খবর নেন। সামাজিক দুরত্ব বজায় রাখা, কাশি শিষ্টাচার মেনে চলা, সরকারের আদেশ মেনে চলা এবং কোয়ারেন্টিনের নিয়মগুলো কঠোরভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক।

তিনি প্রত্যেকদিন বাড়ি বাড়ি গিয়ে কোয়ারেন্টিনে থাকা লোকদের খোঁজ খবর নেন। যদি কেউ অসুস্থ হয় তাহলে জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার পরামর্শ দেন।

Exit mobile version