রাজস্থলীতে ২৩ ইস্ট বেঙ্গল কতৃক ত্রাণ বিতরণ

fec-image

করোনাভাইরাসের কারনে রাজস্থলী উপজেলার ২টি ইউনিয়নের অসহায় শতাধিক কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন ২৩ ইস্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুজ্জামান( বি,এস,সি, পি এস সি) এর পক্ষে জোন উপ অধিনায়ক মেজর ইয়াসির আদনান।  ত্রাণ সামগ্রীর মাঝে ছিল ডাল, চাউল, লবণ, তৈল, ময়দা, বিস্কুট ইত্যাদী।

সোমবার( ১৮ মে) সকাল ১০টায় তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক কর্মহীন হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বিতরণকালে উপ অধিনায়ক মেজর ইয়াসির আদনান বলেন, সেনাবাহিনী প্রাণঘাতি মহামারি করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা মুলক প্রচারণার অংশ হিসেবে জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে চলা‘সহ সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করেন।

তিনি অরো বলেন ,সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। যে কোন দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবে।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী সাব জোন কমান্ডার ক্যাপ্টেন নাজমুস সাকিব, লেফটেন্যান্ট মাহাদি, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আশরাফ উদ্দিনসহ সেনা সদস্যরা।

উপস্থিত চিংখ্যং মৌজার হেডম্যান চথোয়াইনু মারমা বলেন,সেনাবাহিনী আমাদের বন্ধু, আমাদের সার্বক্ষণিক সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। তাদের কর্তৃক প্রদত্ত হত দরিদ্রের মাঝে ত্রাণ পেয়ে অতিমাত্রায় আনন্দিত হয়েছেন অসহায় কর্মহীন মানুষেরা।

এলাকার স্থানীয় বিরমহন তনচংগ্যা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ দিনে এনে দিনে খায়, সেনাবাহিনী আমাদেরকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করছে। আমরা এতে মহা খুশি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, রাজস্থলী, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন