parbattanews

রাজস্থলীতে ৪৫ তম বিজ্ঞান মেলা সমাপ্ত

রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ২ দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রোববার (২৯ জানুয়ারি) ১২টায় রাজস্থলী উপজেলা পরিষদ এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল খায়ের এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুইহলাঅং মারমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, রাজস্থলী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রভাষক সুনিত মুৎসুদ্দী প্রমুখ।

দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলায় রাজস্থলী উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন।

Exit mobile version