parbattanews

রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পভুক্ত উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে লটারীর মাধ্যমে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় দুইটি শ্রেনীর মধ্যে ৩য় শ্রেনীতে ৬৫জন ও ৯ম শ্রেনীতে ২১জন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে উম্মুক্ত লটারির মাধ্যমে ভর্ত্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে ৩য় শ্রেনীতে ২৫ জন এবং ৯ম শ্রেনীতে ৩জন উর্ত্তীন হয়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার, ও ভর্তি পরীক্ষার আহ্বায়ক শান্তনু কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর করিম, টেকসই সামাজিক প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক প্রতিম দেওয়ান, জেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার (অদঃ) জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মতিময় চাকমা,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান প্রমুখ।

সচিব বলেন, ভর্তি পরীক্ষায় তিন পার্বত্য অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী অংশ গ্ৰহণ করেন। তাদের প্রত্যেক কে লটারীর মাধ্যমে ভর্তি করা হয়।

Exit mobile version