parbattanews

রাজস্থলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন

রাজস্থলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বেলীব্রীজ সংলগ্ন বাজারের প্রবেশ মুখে সাধারণ জনগনের জন্য করোনাভাইরাস প্রতিরোধে স্থায়ী হ্যান্ড স্যানিটাইজার স্থাপনা শুভ উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, লেফটেনেন্ট মোঃ মাহাদি হাসান, থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,,জনস্বাস্থ্য প্রকৌশলী বাবু সুব্রত বড়ুয়া সহ সেনা ক্যাম্পের সদস্য ওপুলিশ বাহিনী উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জনস্বাস্থ্য বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী অনুপম দে এর নির্দেশনায় এ কার্যক্রম স্থাপন করা হয়।

সার্বক্ষণিক কাজের মনিটরিং করেন জেলা জনস্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক বাবু দিপক এবং অফিস সহকারী উচাচিং মারমা মুলত সারা দেশে করোনার প্রার্দুভাব হওয়াতে জনসচেতনতার লক্ষে হাত মুখ ধোয়ার জন্য বিশেষ আয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে করোনাভাইরাস প্রতিরোধ সাবান দিয়ে হাত ধোয়া একটি কার্যকরী পদ্ধতি।

Exit mobile version