parbattanews

রাজস্থলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উদ্যােগে উপজেলা প্রশাসনকে সাবান ও ব্লিচিং পাউডার প্রদান

করোনাভাইরাস সংক্রমণ থেকে উত্তরনের জন্য বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পরার্মশ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে কার্যত লকডাউনের কারনে সকলে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে সাবান, ব্লিচিং পাউডার‘সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী পাচ্ছেনা প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষেরা।

মঙ্গলবার(৫ মে) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের হাতে নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৩০০ পিস সাবান তুলে দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বাবু সুব্রত বড়ুয়ার পক্ষে জয়ধন চাকমা।

ঘরবন্দী ও প্রত্যন্ত অঞ্চলের  মানুষের জন্য রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেককে সাবান ও ব্লিচিং পাউডার সহায়তা দিয়েছে রাজস্থলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

এ সময় নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন,  একটি মহৎ উদ্যোগ নিয়ে করোনা সংকটের মোকাবেলায় পার্বত্য অঞ্চলের সর্বসাধরণের সচেতনতার বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসনের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইতোপূর্বে জনস্বাস্থ্য বিভাগ জনগনের হাত ধোয়ার জন্য বাজারের প্রবেশ মুখে একটি ওয়াশ বেসিন বসিয়েও প্রশংসিত হয়েছেন।

Exit mobile version