parbattanews

রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার দ্বিতীয় ধাপে সারাদেশে ১৬১টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

সোমবার (১ এপ্রিল) আগারগাঁওে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ( ইসি) সচিব মো. জাহাংগীর আলম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল, মনোনয়ন পত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে।

রাজস্থলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটার তালিকায় রাজস্থলীতে মোট ভোটার, ২০ হাজার ৮শ ৭৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬ শত ১ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ২ শত ৭৮ জন।

উল্লেখ্য যে, ২০১৯ সালের ১৮ মার্চ রাজস্থলী উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Exit mobile version