parbattanews

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে করোনাভাইরাস কমিটির আলোচনা সভা

দেশে মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সামাজিক দুরত্ব বজায় রাখাসহ বিভিন্ন প্রকার সরকারি নিয়ম মেনে চলার বিষয় নিয়ে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যােগে করোনাভাইরাস কমিটির  আলোচনা সভা হয়।

রোববার(৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক এর কার্যালয়ে নভেল করোনাভাইরাস প্রতিরোধ সামাজিক দুরত্ব বজায়, কোন করোনা আক্রান্ত রোগী মারা গেলে তাকে সৎকার করার ইউনিয়ন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন গঠন, ত্রাণ বিতরণে টেক অফিসার নিয়োগ, বাজার মনিটরিং ও পর্যাপ্ত পরিমান চিকিৎসা সেবা প্রদানসহ গুরুত্বপূর্ন আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, ডাঃ রুহলাঅং মারমা, কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজ সেবা অফিসার মোঃ,আবু জাফর,মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার বিভিষন চাকমা প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা ও সেনাবাহিনী রাজস্থলী ক্যাম্পের লেফটেন্টেট মোঃ মাহাদী হাসান, থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খানসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা সেনা সদস্য পুলিশ বাহিনীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জীবাণু নাশক ঔষধ এস্প্রে করেন।

সে সময় লেফটেন্টেট মাহাদী হাসান বলেন,করোনাভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে হবে, সব সময় হাত ধোয়া পরিস্কার পরিচ্ছন্নতা তিন ফুট দুরত্ব বজায়সহ সকল নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানান।

যদি কোন করোনা রোগী সনাক্ত হয় তাহলে তাকে ১৪ দিন ঘরে অবস্থান করতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাহলে তাকে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

সেনাবাহিনী সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত যে কোন সমস্যা মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর।

Exit mobile version