parbattanews

রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসির ফলাফলে অভিভাবকমহলে হতাশা

 রাজস্থলী প্রতিনিধি:
রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসিতে ভাল ফলাফল অর্জন করতে পারেনি। রাজস্থলী উপজেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়। উপজেলার মফস্বলের পিছিয়ে পড়া বিদ্যালয়গুলো যখন ফলাফলে চমক সৃষ্টি করেছে তখন রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের এমন ফলাফলে হতাশ অভিভাবক মহল।

এ বিদ্যালয় থেকে ১৭০ জন শিক্ষার্থী এবারে পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৯২ জন। এদিকে বিদ্যালয়ের কোন শিক্ষার্থী কেন জিপিএ ৫ ও এ+ অর্জন করতে পারেনি, এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি বিদ্যালয় প্রধান শিক্ষক বানীব্রত চৌধুরী। তবে বিদ্যালয়ের ফলাফল খারাপ হয়েছে এমন বক্তব্য মানতে নারাজ তিনি। একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন শিক্ষার্থীদের পাঠদান করালেই তো তারা ভালো ফলাফল করবে। এ বিদ্যালয়ে পাঠদান নয়, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট পড়ানো শিক্ষকদের কাজ। ফলে শিক্ষকদের  মধ্যে স্বচ্ছতা না থাকায় এবার ফলাফলের বিপর্যয় ঘটেছে। গতবারের চেয়ে এবার ফলাফল সন্তোষজনক নয় বলে অভিভাবকদের ।

Exit mobile version