parbattanews

রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস ও আলোচনা সভা

গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজস্থলী উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মাহবুবআলম রনি, ডাঃ ফাহিমেদা আহম্মেদ, মৎস্য কর্মকর্তা ছাবেদুল হকসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারীও সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম গণহত্যা ঘটেছিলো ৭১ এর ২৫ মার্চ রাতে। এ দিনের শেষে এক ভয়াল – বীভৎস ও বিভীষিকাময় রাত নেমে এসেছিল । সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে এদেশের আপামর জনগণকে হত্যা করেও এদেশের স্বাধীনতার সূর্য্যকে ছিনিয়ে নিতে পারেনি। ২৫ মার্চ ৭১ বাঙ্গালী জাতির এক কালো অধ্যায় হিসেবেই রয়ে যাবে আজীবন।

Exit mobile version