রাত পোহালেই ভোট, খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীদের ঘুম হারাম, ভোট দেয়ার শেষ অনুরোধ

 upazila-election-logo

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

প্রচার-প্রচারণা একেবারেই শেষ পর্যায়। রাত পোহালেই ১৯ ফেব্রুয়ারী- প্রার্থীদের কঠিন পরীক্ষার দিন। ভোটটি দিতে ভোটারদের প্রতি চলছে এখন শেষ অনুরোধ। পুরো জেলায় বিএনপির প্রতিপক্ষ আওয়ামীলীগ প্রার্থী ছাড়াও কোন কোন উপজেলায় রয়েছে বিদ্রোহী প্রার্থী।এর বাইরে রয়েছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রার্থী।

দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নেয়ায় এরই মধ্যে মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম ফারুক, রামগড় উপজেলায় বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন ভূইয়াকেও বহিস্কার করা হয়েছে। দলীয় নীতি নির্ধারকরা মনে করেন দলীয় প্রার্থীকে জয়ী করে আনতে হলে শৃঙ্খলার বাইরে যে থাকবে তাকে তো দলের লোক হিসেবে ধরে নেয়া যায় না। দলের এই ক্রান্তিলগ্নে কর্মী সমর্থক ও ভোটাররা ঠিক সময়ে যথাস্থানেই ভোটটি দিয়ে সরকারের নানা ব্যার্থতার জবাব দিবে বলেও মনে করেন ত্যাগী নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৬ উপজেলায় আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর প্রার্থীদের ঘুম হারাম। সেই সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া দলীয় প্রার্থীদের পক্ষে সকল নেতা কর্মীদের মাঠে নেমে নিরলসভাবে কাজ করার নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। পাড়া, মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় নেতাকর্মীদের টেলিকনফারেন্সের মাধ্যমে ওয়াদুদ ভূইয়া অব্যাহত ভাবে প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করারও আহবান জানাচ্ছেন তিনি। এছাড়াও জেলার সিনিয়র নেতারাও বসে নেই। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে কয়েকটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন উপজেলায় সফর করে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। প্রার্থীরাও উঠান বৈঠক, গণসংযোগ করে ব্যস্ত সময় পাড় করছেন। পাশাপাশি চলছে ভোটারদের মন জয় করার প্রচেষ্টা।

এ প্রতিবেদক সরেজমিন পরিদশনে রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় সফরে গেলে প্রার্থীরা সবাই বিভিন্ন স্থানে প্রচারে ব্যস্ত থাকায় সাক্ষাত পাওয়া যায়নি অনেকের। রামগড় উপজেলায় বিএনপির দলীয় প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় থাকা মো: শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদকে খুঁজে পাওয়া গেল নির্বাচনী প্রচারণায় কালাডেবা এলাকায়। সেখানে পাড়ার ভিতরে ভিতরে ঘরে ঘরে ঢুকে ভোটারদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়। উপস্থিত কর্মী সমর্থকরা জানান, কালাডেবা এলাকায় এই প্রার্থী আসার খবরে এলাকার শত শত মানুষ ঘর থেকে বেড়িয়ে আসে। ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি আগের মত এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে প্রার্থীকে বিজয়ী করার প্রত্যাশা করেন সফর সঙ্গিরা। এছাড়াও দলীয় সমর্থন পাওয়ার পর খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে কংচাইরি মারমা মাস্টার (দোয়াত কলম), পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে অনিমেষ চাকমা রিংকু (মটরসাইকেল), মাটিরাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে মো: তাজুল ইসলাম তাজু (আনারস), মানিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে এনামুল হক এনাম (দোয়াত কলম) প্রতীক নিয়ে লড়াই করছেন। ভাইস চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর উপজেলায় তরুন আলো দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরনা চাকমা, পানছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রোমেল মারমা, মহালছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাটিরাঙ্গা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো: দেলোয়ার হোসেন (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস), রামগড় উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম (কলস), মানিকছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সিরাজ (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি বেগম (পদ্মফুল) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন