parbattanews

রানীরহাট বাজারে অভিনব কায়দায় দেয়াল কেটে শতাধিক বস্তা চাল চুরি

Kawkhali News picকাউখালী প্রতিনিধি:

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাট বাজারে অভিনব কায়দায় দেয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) মধ্য রাতে কোন এক সময় মেসার্স খাজা আজমীর এন্টারপ্রাইজের চালের গুদামে এ চুরির ঘটনা ঘটে।

রানীরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জালাল আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এব্যাপারে রাঙ্গুনীয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।

জানা যায়, রানীরহাট বাজারের খাজা আজমীর এন্টারপ্রাইজের সত্ত্বাধীকারী আইয়ুব আলী সওদাগর দীর্ঘদিন যাবৎ রানীরহাট, কাউখালী ও এর আশেপাশে এলাকাগুলোতে পাইকারী চাল বিক্রি করে আসছিলেন। ঐ ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত দুই থেকে তিনশ’ বস্তা বিভিন্ন দামের চাল স্টক থাকে। ১৯ তারিখ রাতে যথারীতি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। মধ্য রাতে কোন এক সময় সংগবদ্ধ চোরের দল অভিনব কায়দায় গুদামের দেয়াল কেটে শতাধিক বস্তা চাল চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আইয়ুব আলী সওদাগর। রাতে পাহারাদার থাকা সত্ত্বেও বাজারে এত বড় চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

রানীরহাট ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী জানান, গত একমাসে বাজারে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিষয়টিকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কিছু লোক আমাদের সন্দেহের তালিকায় রয়েছে। তবে এই মুহুর্তে তা প্রকাশ করতে পারছিনা। উপযুক্ত প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।

Exit mobile version