রাবিপ্রবি’র ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় অনুপস্থিত ৬৬ জন

fec-image

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১নভেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষায় ৬৭৬ পরিক্ষার্থীর মধ্যে
৬১০ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ৬৬ জন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য ‘সি’ ইউনিটের অধীনে বিজনেজ স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি আসন রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন