parbattanews

রাবিপ্রবি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুক্রবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

দেড় ঘন্টাব্যাপী “এ” ও “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯.৩০টায় রাঙ্গামাটি শহরে অবস্থিত দুটি কেন্দ্র- লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ ও শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ২.৩০টায় “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

“এ” ইউনিটে (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ) ৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৪৪৭ জন, “বি” ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ৭৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৬৩ জন এবং “সি” ইউনিটে (বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ) ২৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৬২২ জন।

আজ ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটে ৮৮২ জন, “বি” ইউনিটে ৪৩৩ জন এবং “সি” ইউনিটে ৪১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

Exit mobile version