parbattanews

রামগড়কে জেলায় উন্নীত করা সময়ের দাবি: প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ইতিহাস-ঐতিহ্যের ধারক সাবেক প্রাচিন মহকুমা রামগড়কে জেলায় উন্নীতকরণ এখন সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের কথা আসলেই ঐতিহাসিক মুজিবনগর ও রামগড়ের কথা সামনে চলে আসে। আগামী প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ইতিহাস বিভাগের ছাত্র-ছাত্রীদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

শনিবার (১১ডিসেম্বর) রামগড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস শুনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রামগড় উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৯৭১ সালের রনাঙ্গণে নিজের বীরত্বগাঁথা স্মৃতি ‍তুলে ধরেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, ও বীর মুক্তিযোদ্ধা মো. ছালেহ আহমদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তণ ছাত্র ও গুইমারার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শান্তনু মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. নিজাম উদ্দিন লাভলু।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক প্রফেসর ড. শামীম হায়দার, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর জমালুল আকবর চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক রন্টু দাশ, দেবাশীষ কুমার প্রামানিক, ফারহানা আজিজ ছাড়াও ইতিহাস বিভাগের শেষ বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে সফরকারিরা রামগড় লেকপার্কের মুক্তিযুদ্ধের বিজয় ভার্স্কয্, মুক্তিযুদ্ধের মুর‌্যাল, বিজিবি স্মতিস্তম্ভ, প্রাচীন এসডিও বাংলো, বাংলাদেশ–ভারত মৈত্রী সেতু, রামগড় চা বাগান পরিদর্শন করেন।

Exit mobile version