parbattanews

রামগড়ে দুস্থ পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন, নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তায় বরাদ্দকৃত কর্মসূচির আওতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) উপজেলা টাউনহলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে স্থানীয় গরীব দুস্থ পরিবার ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) মো. মনসুর আলী জানান, উপজেলার দুই ইউনিয়নে ২টি মসজিদ একটি বৌদ্ধ মন্দির ও ৩৯টি দরিদ্র পরিবারের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও দেড় লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী, তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. আজিজুর রহমান আনজুম ও গণমাধ্যম কর্মীরা ।

Exit mobile version