parbattanews

রামগড়ে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়” এ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ।

শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

রামগড় ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ইফতেখার উদ্দিনের পরিচালনায় ফায়ার ফাইটাররা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল ও মহড়া প্রদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সহকারি তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, আইটিসি কর্মকর্তা মো. রেহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version