parbattanews

রামগড়ে বন্ধ মদ ফ্যাক্টরি থেকে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে বিবি খাদিজা (৫৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের সুকেন্দ্রাইপাড়ায় রাইস টনিক নামে একটি বন্ধ মদ ফ্যাক্টরি পরিত্যক্ত কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টুরাম টিলা এলাকার মো. নুরুল আলমের স্ত্রী।

খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, ‌‘২০ জুলাই রাতে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মাকে খুঁজে না পেয়ে সারাদিন আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করি। কোথাও সন্ধান না পেয়ে ২১ জুলাই রামগড় থানায় নিখোঁজ ডাইরি (নম্বর ৭৬৯) করি। রবিবার সকালের দিকে মদ ফ্যাক্টরির আশেপাশে খোঁজাখুঁজির সময় বাতাসে দুর্গন্ধ পেয়ে ফ্যাক্টরির ভিতরে একটি পরিত্যক্ত কক্ষে মায়ের মরদেহ খুঁজে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।’

রামগড় থানার ওসি (তদন্ত) রাজীব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে পুলিশ মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়েকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মদ ফ্যাক্টরির কেয়ারটেকারকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে।’

Exit mobile version