parbattanews

রামগড় ডায়াবেটিক সোসাইটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খাগড়াছড়ির রামগড়ে ডায়াবেটিক সোসাইটির ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও রামগড় ডায়াবেটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, রামগড় কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ। এর আগে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামগড় ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় বাজার চৌধুরি ও হেডম্যান মংশেপ্রু চৌধুরী, সাংবাদিক শুভাশীষ দাস, বাহার উদ্দিন, মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী তাপস বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ড বিভাগ ডায়াবেটিক সোসাইটির নামে রামগড় আবাসিক এলাকায় (আনন্দপাড়া) প্রায় ৪ শতক ভূমি বন্দোবস্ত দেয়। ওই ভূমিতে রামগড় ডায়াবেটিক সমিতির ভবন নির্মাণের জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়।

Exit mobile version