রামগড়ের বেসরকারী ফলাফল ঘোষণা: চেয়ারম্যান ফরহাদ, পুরুষ ভাইস চেয়ারম্যান কাদের ও খাদিজা মহিলা ভাইস চেয়ারম্যান

 Picture1

উপজেলা প্রতিনিধি, রামগড়:

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৪র্থ উপজেলা নির্বাচনী তফসিল অনুযায়ী দেশের ৯৩টি উপজেলায় প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন ২০১৪ আজ ১৯  ফেব্রুয়ারী সারাদেশের ন্যায় খাগড়াছড়ি রামগড় উপজেলায় সকাল ৮ থেকে টানা বিকেল ৪ পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহনের মাধ্যমে অনুষ্ঠিত সম্পন্ন হয়। উপজেলায় মোট ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২১ টি কেন্দ্রে ১৪৮টি ভোট কক্ষে পুরুষ ২৩,০৭৮ জন, মহিলা ২১,৫২২ জন মিলে সর্বমোট ভোটার সংখ্যা ৪৪,৬০০ জন । এর মধ্যে চেয়ারম্যান পদে বৈধ ভোট  ২৬৬৩৫টি, বাতিলকৃত ১৭০৬টি সর্বমোট ভোট ২৮৩৪১টি। শতকরা ৬৩.৫৪ ভাগ ভোট কাস্টিং হয়।
 এ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে বেসরকারী ভাবে ১০৪৫৪টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী চাইথৌয়াই চৌধুরী পেয়েছেন ৫১২৬টি ভোট। কাপ পিরিচ প্রতীকে বর্তমান চেয়ারম্যান নাগরিক পরিষদ সমর্থিত বেলায়েত হোসেন ভূঁইয়া ৪০৬৫টি, হেলিকপ্টার প্রতীকে আওয়ামীলীগ সমর্থিত এ.কে.এম আলীম উল্ল্যাহ ৪০৩৮টি, টেলিফোন প্রতীকে সতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা ১৮৮৭টি, দোয়াত কলম প্রতীকে বিএনপির সমিরণ গ্রুপ সমর্থিত রিয়াজ উদ্দিন রিপন ৮১৮টি ও আনারস প্রতীকে সতন্ত্র প্রার্থী কাজী মোঃ সেলিম ২৪৭টি।

এ ছাড়াও এ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কাদের ও খাদিজা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন