parbattanews

রামগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করছেন পাজেপ চেয়ারম্যান

খাগড়াছড়ির রামগড় পৌরসভার উপকন্ঠে মাস্টারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে এসে তিনি এ সহায়তা দেন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম কামালসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডে অন্ততঃ ৭ টি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পরিধানের কাপড চোপড় ছাড়া কোন কিছুই রক্ষা করতে পারেননি। আগুনের লেলিহান শিখা পরিবারগুলোকে নিঃস্ব করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রামগড় বাজারের ব্যবসায়ী আবু তালেবের ভাড়াটিয়া। শনিবার রাত সোয়া  ৮টার দিকে মহসিনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া এক ঘন্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version