parbattanews

রামগড়ে অগ্নি ক্ষতিগ্রস্তদের মাঝে পৌরসভার আর্থিক সহায়তা

খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে পৌরসভার উদ্যোগে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের উপকন্ঠে ৯ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়া আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস বিভাগ।

আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হওয়া বাড়ির মালিক রুহুল আমিন মানিকের নিজ ঘর, তার ছেলে নজরুল, দুই ভাড়াটিয়া আবুল হোসেন ও খায়রুল এবং ডাক্তার বাদল চক্রবর্তী ও আংশিক ক্ষতিগ্রস্ত বাবুল সূত্রধরকে রামগড় পৌরসভার পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা হারে আর্থিক সহায়তা দেয়া হয়। পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন রবিবার সন্ধ্যায় এই আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি গৃহ নির্মাণের জন্য ক্ষতিগ্রস্তদের ঢেউটিন দেয়ারও প্রতিশ্রুতি দেন।

এ সময় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, আবুল কাশেম, মো : দেলোয়ার হোসেন, কনিকা বড়ুয়া, আনোয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম তার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের চাল, ডাল ও কিছু তৈজসপত্র দিয়েছেন।

Exit mobile version