parbattanews

রামগড়ে অটো রিক্সা ভাংচুর, ইউপিডিএফ কর্মী আটক

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফের সন্ত্রাসীরা  চাঁদার দাবিতে  সিএনজি চালিত একটি যাত্রীবাহি অটোরিক্সা ভাংচুর করেছে। এ ঘটনায় বিজিবি ইউপিডিএফের এক কর্মীকে আটক করেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রামগড় ইউনিয়নের গরুকাটা নামক দুর্গম এলাকায় ভাংচুরের এ ঘটনা ঘটে।  জানা যায়,  সকালে খাগড়াবিল বাজার থেকে যাত্রী নিয়ে গরুকাটায় পৌঁছলে ৩-৪ জন সশস্ত্র উপজাতি সন্ত্রাসী অটোরিক্সাটি আটক করে। তারা চালকের কাছে চাঁদার টোকেন দেখতে চায়।

তাৎক্ষনিকভাবে টোকেন দেখাতে না পারায় সন্ত্রাসীরা অটোরিক্সার চাবি কেড়ে নিযে চালক ফজলুর রহমান(২৩)কে ধারালো দা দিয়ে কোপাতে  চায়। এ সময় সে দৌঁড়ে পালিযে প্রাণ বাঁচায়।  সন্ত্রাসীরা অটোরিক্সাটি রাস্তার পাশের জঙ্গলের ভিতরে নিয়ে ব্যাপকভাবে ভাংচুর করে। পরে অটোরিক্সা চালক সমবায় সমিতির নেতারা ইউপিডিএফের সন্ত্রাসীদের সাথে যোগাযোগ করে অটোরিক্সাটি উদ্ধার করেন।

খবর পেয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিযনের নাযেক সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে  বিজিবির একটি টহলদল  ঘটনাস্থলে অভিযান চালায় । অভিযানকালে বিজিবি  গরুকাটা এলাকা থেকে অনিল বাবু চাকমা প্রকাশ রঙ্গিলা(২০) নামে ইউপিডিএফের  এক কর্মীকে আটক করে।  পরে তাকে থানায় সোপর্দ করা হয়। রামগড় থানার  ওসি তারেক মো: আব্দুল হান্নান জানান, এ ব্যাপারে থানায়  একটি মামলা রুজু হয়েছে।

জানা যায়,  রামগড় ও আশেপাশের এলাকায় বিভিন্ন সড়কে যাতায়াত  করা অটোরিক্সাগুলোর  প্রতিটি বাৎসরিক এক হাজার টাকা হারে চাঁদা  দিতে হয়।  চাঁদার টাকা পরিশোধ করে অটোরিক্সার মালিকরা ইউপিডিএফের কাছ থেকে টোকেন সংগ্রহ করেন।

Exit mobile version