parbattanews

রামগড়ে অবৈধ পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে বৃহষ্পতিবার বিকালে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান  আদালত। পাহাড় কাটার কাজে ব্যবহৃত একসেভেটরটি মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না নাসরিন উর্মি।

জানা যায়, বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে রামগড় উপজেলার বাগানটিলা এলাকায় অভিযানে যান ভ্রাম্যমান আদালত।

এ সময় ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকার জরিমানা করেন ভ্রান্যমান আদালত। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত এসকেভেটরও আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে এটি ফেরৎ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) তামান্না নাসরিন উর্মি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারায় পাহাড় কাটার অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Exit mobile version