parbattanews

রামগড়ে আটক ছয় স্কুল ছাত্রীসহ ৮ ভারতীয়কে অবশেষে ফেরৎ নিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, রামগড়:

খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র হাতে আটক মাধ্যমিক স্কুলের ছয় ছাত্রীসহ আট ভারতীয় নাগরিককে শনিবার (২৩ মার্চ) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রামগড়ে বিজিবির হাতে আটক হয় তারা। জেলার গুইমারায় অনুষ্ঠিত মারমা উপজাতীয়দের একটি মেলায় অংশ নিতে তারা বাংলাদেশে এসেছিল বলে জানায়।

আটককৃত হলেন- সামাপ্রু মগ (১৫), পিতা: মংলা মগ, পূর্ব চরকবাই, শান্তিবাজার, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা। সে শান্তিবাজার বাইখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী, মনি মগ (১৪), পিতা: সুধা অং মগ, কমগ পাড়া, শান্তিবাজার, বিলোনিয়া। সে নবম শ্রেণীর ছাত্রী, কনিকা মগ (১৫), পিতা: অংগচাপ্রু মগ, বৈষ্ণবপুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আইথুই অং মগ (১৫), পিতা: উমা চাই মগ, আইখ্য মগ পাড়া, সাব্রুম। সে বৈষ্ণব পুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী তার ছোট বোন  উসা অং মগ(১৪)। সে বৈষ্ণবপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। চিংবাই মগ (১৩), লেদা মগ, বৈষ্ণব পুর, সাব্রুম। সে বৈষ্ণবপুর হাই স্কুলের অস্টম শ্রেণীর ছাত্রী। রাহুল মগ (২০), পিতা: ক্যখই মগ, উত্তর ইছাছড়া, শিলাছড়ি, অমরপুর মহকুমা ও আক্রই মগিনী(২০), পিতা নিচাপ্রু মগ, জল কোম্বা, বৈষ্ণবপুর, সাব্রুম।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বিজিবির রামগড় বিওপি’র চেক পোস্টে একটি সিএনজি চালিত অটো রিক্সা তল্লাসী করে এদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ১৯ মার্চ খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত চাইন্দামুনি মেলায় অংশ নিতে রামগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মেলা শেষে গুইমারায় তাদের এক আত্মীয়র বাড়িতে তিনদিন বেড়িয়ে শুক্রবার (২২ মার্চ) তারা ভারতে ফিরে যেতে অটো রিক্সায় করে রামগড়ের লাচারীপাড়া সীমান্ত এলাকায় যাচ্ছিলো। পথে চেক পোস্টে তারা বিজিবির হাতে আটক হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার  সকাল  সাড়ে ১১টায় রামগড় বিওপি সংলগ্ন ২২১৬/২আরবি সীমান্ত পিলার এলাকায় দ্বিতীয় দফায়  বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে একান্ত মানবিক কারণে আটক স্কুল ছাত্রীসহ আটজন ভারতীয়কে গ্রহণ করার অনুরোধ জানালে বিএসএফ সন্মতি জানায়। বৈঠকে ৬ সদস্যের বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রামগড় বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মো. জয়েন উদ্দিন। ৬ সদস্যের বিএসএফের পক্ষে নেতৃকাব দেন সাব্রুমের ৬৬ বিএসএফ ব্যাটালিয়নের কাঁঠালছড়ি ক্যাম্পের কমান্ডার এসআই এমএল রনওয়া।

বৈঠকে আটককৃতদের বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি। পরে রামগড় বিওপি সংলগ্ন সীমান্তবতী ফেনীনদী পার করে ঐ ৮ ভারতীয়কে সেদেশে নিয়ে যায় বিএসএফ।

রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো, হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে আটককৃতদের ফেরৎ নিতে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তারা রাজী হয়নি। পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে বিএসএফ’র উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর শনিবার তারা এদের ফিরিয়ে নিতে সন্মত হয়।

Exit mobile version