parbattanews

রামগড়ে  আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

20161013_104316-2-copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড়ে বৃহস্পতিবার উদযাপিত  হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে  বিভিন্ন  কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী,  আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রভৃতি।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে  একটি  র‍্যালী  বের হয়ে বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ  করে পরিষদ মিলনায়তনে শেষ হয়। র‍্যালীতে উপজেলা  চেয়ারম্যান  শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন মিয়াসহ উপজেলার বিভিন্ন  সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও  ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ  করেন। র‍্যালী শেষে উপজেলা  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান  শহিদুল ইসলাম ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে  বক্তব্য  রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান, উপজেলা  পরিষদের সদস্যা  ফাতেমা খাতুন,  উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রিপন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা  মো: রিয়াদ হোসেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার  বিতরণ করেন প্রধান অতিথি।

Exit mobile version