parbattanews

রামগড়ে ইউপিডিএফ চাঁদাবাজ মংশেইপ্রু গাঁজাসহ আটক

আটক
রামগড় প্রতিনিধি:
রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদা কালেকশনের দায়িত্বে নিয়োজিত ইউপিডিএফের চাঁদা কালেক্টর মংশেইপ্রু মারমা(৩৫) গাঁজাসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়েছে।

রবিবার রামগড় পৌরসভার শশ্মানটিলা এলাকায় চাঁদা কালেকশনের জন্য অবস্থানকালে বিজিবির সদস্যরা তাকে পাকড়াও করে।

বিজিবি জানায়, রবিবার সকালে গোপনসূত্রে খবর পেয়ে রামগড় ১৬ বিজিবির সদর বিওপির নায়েক ইসরাফিলের নেতৃত্বে একটি টহলদল শশ্মানটিলায় গেলে বিজিবির আগমন টের পেয়ে মংশেইপ্রু মারমা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় বিজিবির সদস্যরাও পিছু ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাসী করে প্রায় ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বিজিবি তাকে রামগড় থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।

পুলিশ জানায়, খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়া এলাকার বাসিন্দা থোয়াইচিং মারমার ছেলে মংশেইপ্রু মারমা ইউপিডিএফের একজন সক্রিয় চাঁদা কালেক্টর। গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা কালেকশনের জন্য সংগঠনটি তাকে রামগড়ে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সে রামগড়ের চিনছড়ি পাড়া, পিলাক ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে।

Exit mobile version